শিক্ষার পাশাপাশি খেলা ধুলাকে আরো গতিশীল করতে হবে

দামুড়হুদার হুদাপাড়া ফুটবল টুর্নামেন্ট জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে-এমপি টগর

 

মোস্তাফিজুর রহমান কচি/শরিফ রতন: শিক্ষার পাশাপাশি খেলাধুলা না থাকলে জীবন পরিপূর্ণ হয় না। তাই সরকারি উদ্যোগের জন্য অপেক্ষা না করে ব্যক্তি, কিংবা বেসরকারি পর্যায়ে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে এগিয়ে নিতে হবে। খেলাধুলায় একটি দেশকে বিশ্ব দরবারে পরিচিতি এনে দিতে পারে। দেশকে এগিয়ে নিতে শিক্ষিত জাতি গঠনের পাশাপাশি খেলাধুলারও বিশেষ প্রয়োজন রয়েছে। খেলাধুলার মাধ্যমেই সুস্থ সবল ও মেধাসম্পন্ন জাতি গড়ে ওঠে। সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি খেলাধলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে নানামুখি পদক্ষেপ গ্রহণ করে চলেছে। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলার হুদাপাড়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। হুদাপাড়া গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি যুবলীগ নেতা নাজমুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন হুদাপাড়া এ উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল। এ গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীতকরণ, খেলার মাঠ ভরাটসহ অচিরেই বিদ্যুতের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ. মমিন মাস্টার, নাটুদা পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিপু সুলতান, মুন্সিপুর বিজিবি ক্যাম্প ইনচার্জ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলী মুনসুর বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক ইসমাইল হোসেন। আলোচনা শেষে কুতুবপুর টাইগার ক্লাব ও রুদ্রনগর ফ্রেন্ডস সার্কেল ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন একটি ফাউল ধরাকে কেন্দ্র করে খেলাটি শেষমেষ অমীমাংসিতভাবে শেষ হয়। খেলায় রেফারি ছিলেন জিনারুল ইসলাম, জাকির হোসেন ও সামাদ মাস্টার। ধারাভাষ্যদেন শিক্ষক জান মোহাম্মদ জান্টু মাস্টার।