প্রকাশ্যে বন্দুক চালিয়ে রায়সা বিলে পাখি শিকার

কুড়লগাছি প্রতিনিধি: পাখি পরিবেশের বন্ধু, মানুষের বন্ধু। সরকার পাখি শিকার নিষিদ্ধ করলেও থেমে নেই পাখি শিকার। কিছু অসাধু শিকারী সরকারের নিয়ম ভঙ্গ করে পাখি শিকার করেছেন। যে কারণে একদিক যেমন নিধন হচ্ছে পাখি; তেমনিভাবে হারিয়ে যাচ্ছে অতিথি পাখি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদার কুড়ুলগাছির ঐতিহ্যবাহী রায়সা বিলে প্রকাশ্যে বন্ধুক চালিয়ে পাখি শিকারের ঘটনা ঘটছে। এলাকাবাসী বলেছে, কুড়ুলগাছির পল্টু ও কার্পাসডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী মান্নান বন্দুক চালিয়ে পাখি শিকার করেন।

এলাকাবাসী মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, দীর্ঘদিন ধরে এই বিলে অতিথি পাখি আসতো। অসংখ্য পাখির কলতানে মুখরিত থাকতো বিল এলাকা। কিন্তু অসাধু কিছু শিকারী প্রায় পাখি শিকার করার কারণে হারিয়ে যাচ্ছে অতিথি পাখি। বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লার পাখ-পাখালির দেশ ছড়ার বইটি পড়লেই বুঝা যায় কতো রকম পাখির দেশ বাংলাদেশ। প্রতিবছরের মতো এবারও শীত মরসুমে রায়সা বিলে পাখি এসেছে প্রচুর। সেই সাথে তৎপর হয়ে উঠেছেন শিকারীরা। পাখি সংরক্ষণে সরকার কঠোর আইন পাস করলেও বন্ধ হচ্ছে না পাখি শিকার। তাই পরিবেশ বৈচিত্র রক্ষায় শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া খুবই জরুরি। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন বলে জোর দাবি সচেতন মহলের।