ফেনসিডিল বিক্রেতার জেল : গাঁজা বিক্রেতার জরিমানা

দামুড়হুদায় ফেনসিডিল ও গাঁজাসহ দু মহিলা মাদকব্যবসায়ী আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দামুড়হুদায় অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ দু মহিলা মাদকব্যবসায়ীকে আটক করেছে। আটক ফেনসিডিল ব্যবসায়ী কোহিনুর বেগমকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও গাঁজা ব্যবসায়ী আকলিমা খাতুনকে (৩৫) ৫ হাজার টাকা জারিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দু দফায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্ত কোহিনুর দর্শনা আজমপুরের আক্কাচ আলীর স্ত্রী এবং অপর মহিলা মাদকব্যবসায়ী আকলিমা খাতুন দর্শনা শান্তিপাড়ার গুটি বাবুর স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন মুখার্জী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আজমপুরের কোহিনুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির পেছনে একটি প্লাস্টিকের কন্টেইনারে অভিনব কায়দায় রেখে দেয়া ৮ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হয়। পরে বিকেল ৪টার দিকে আবারও গোপন সংবাদ পেয়ে দর্শনা শান্তিপাড়ায় অভিযান চালায়। এ সময় আটক আকলিমার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওই দু মহিলা মাদকব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কোহিনুরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ২২’র ঘ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং আকলিমাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম।