নির্বাচনেই সমাধান খুঁজছে বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপিকে আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতেই দলের নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বলে মনে করেন দলটির নেতারা। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা নিয়ে কারাগারে যাওয়ার বিষয়টিকেও তারা সরকারের কৌশলের অংশ বলে মনে করেন। তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনের পথেই থাকবে বলে তারা জানান। দলীয় প্রধান কারাগারে যাওয়ায় বিএনপি এখন বেশ কিছু সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। এর মধ্যে অন্যতম হলো ঐক্য বজায় রেখে সঠিকভাবে দল পরিচালনা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুনো। দ্বিতীয়ত, আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা এবং ফল অনুকূলে নেয়া। তবে কারাগারে যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংকটকালে দলের সব নেতাকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছেন। দূরত্ব কমানোর লক্ষ্যে দলের নেতাদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে।

জানা যায়, রায়ের দিন বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের পাশাপাশি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর পক্ষ থেকে শান্তিপূর্ণ পথে প্রতিবাদ করার অনুরোধ করা হয়েছিলো বিএনপিকে। গত বুধবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘নো হরতাল নো সহিংসতা।’ নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক চলাকালে প্রভাবশালী একটি দেশের রাষ্ট্রদূতের বাসায় যান দলের স্থায়ী কমিটির একজন সদস্য। ফিরে এসে তিনি খালেদা জিয়াকে ‘সহিংসতা’ না করার বিষয়ে কূটনীতিকদের পক্ষ থেকে পাঠানো বার্তা পৌঁছে দেন। পরে শান্তিপূর্ণ পথে থাকার বিষয়ে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এমনকি বিএনপির মধ্যে সহিংসতা ঘটাতে সক্ষম নেতাদেরও কঠোর বার্তা দেয়া হয় ওই বৈঠক থেকেই। কূটনৈতিক অঙ্গনের একই সূত্র থেকে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানের কাছেও ইতিবাচক পথে থাকার বার্তা দেয়া হয়। ফলে খালেদা জিয়া কারাগারে চলে যাওয়ার পর তারেক রহমানও বিএনপি নেতাদের শান্তিপূর্ণ পথে থাকার নির্দেশনা দেন বলে জানা যায়। ফলে দলের ভেতরে ও বাইরে নানা গুঞ্জন সত্ত্বেও শেষ পর্যন্ত হরতাল কর্মসূচি পরিহার করে বিএনপি। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী এক সদস্য গতকাল শুক্রবার জানান, দলের যে প্রস্তুতি ছিলো তাতে রায় ঘোষণার দিন ইচ্ছে করলে পরিস্থিতির চরম অবনতি ঘটানো যেতো।