নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত

 

মেহেরপুর অফিস: নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে মেহেরপুর মুক্ত দিবস। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা মুক্তিযুদ্ধ সংসদ অফিস চত্বরে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ৯টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মোতাছিম বিল্লাহ মতুসহ জেলার মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‌্যালিতে অংশ নেন।