জীবননগর উপজেলায় ৮ হাজার গরু-মোষকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান

 

জীবননগর ব্যুরো: ‘পশুর জীবন রক্ষা করি, প্রকল্পের আওতায় ছাগল-ভেড়ার পর এবার জীবননগর উপজেলার ৮ ইউনিয়নে গতকাল মঙ্গলবার ৮ হাজার গরু-মোষকে বিনামূল্যে টিকা প্রদান করা করা হয়েছে। সকাল থেকে উপজেলার ৪০ কেন্দ্রে এ ভ্যাকসিন দেয়া হয়। জীবননগর উপজেলা পরিষদের অর্থায়নে ফ্রি এ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এ ক্যাম্পের প্রধান উদ্যোক্তা জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল জানান, পশুর জীবন রক্ষা করতে উপজেলার সকল গরু ও মোষকে বিনামূল্যে টিকা দেয়া হয়েছে। এর আগে গত মাসে ৫০ হাজার ছাগল-ভেড়াকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। এ টিকা দানের ফলে মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে পশু। এদিকে গতকাল এ কাজ সফল করতে উথলী, আন্দুলবাড়িয়া, রায়পুর, হাসাদাহ, বাঁকা, সীমান্ত, মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন ৮ জন সরকারি কর্মকর্তা নিয়োগ করা হয়। উপজেলার ৮ এ ইউনিয়নের ৪০ কেন্দ্রে ৪০ জন পল্লি পশু চিকিৎসক ভ্যাকসিন প্রদান করেন। তাদেরকে তদারকী করতে উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনসহ একাধিক টিম মাঠে নিয়োজিত ছিলো।