দামুড়হুদা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মনির সভাপতি-তনু সাধারণ সম্পাদক নির্বাচিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা ব্রিজরোডের বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ১নং যুগ্মআহ্বায়ক কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাহামুদ হাসান খাঁন বাবু, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুর জব্বার সোনা ও মজিবুল হক মালিক মজু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সদ্দার আলী হোসেন, রউফুন নাহার রীনা, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শাহাজাহান মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মঙ্গল, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মোকাররম হোসেন, খালিদ মাসুদ মিল্টন, সাইফুর রশিদ ঝন্টু, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান আবুল কাশেম, সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, দামুড়হুদা উপজেলা যুবদলের অন্যতম নেতা মাহবুবুর রহমান বাচ্চু, প্রভাষক আবুল হাশেম, আনিসুজ্জামান আনিস, আরিফুল ইসলাম, মন্টু মিয়া, শামসুল, রোকনুজ্জামান রোকু, রশিদ, হাবিব, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাজাহান খাঁন, রাজীব হাসান, জেলা ছাত্রদলের সদস্য ফিরোজ হাসান মন্টু, দামুড়হুদা উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মঞ্জু, আরিফুল ইসলাম আরিফ, সবুজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অহিদুল ইসলাম বলেন, দেশে বর্তমানে কোনো গণতন্ত্র নেই। এদেশে বহুবার গণতন্ত্র হরণ হয়েছে আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। তিনি এবারও দেশবাসীকে সাথে নিয়ে এ অবৈধ সরকারকে উৎখাত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে মাহামুদ হাসান খাঁন বাবু বলেন, আমরা যে জালিম সরকারের হাতে পড়েছি তা থেকে রেহাই পেতে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। তাই নিজেদের ভুল সুধরে নিয়ে সকলকে একসাথে মাঠে নামতে হবে। পদ নিয়ে ঘরে বসে থাকলে হবে না। তিনি আরো বলেন, আমি দলের একজন সর্বকনিষ্ঠ হিসেবে বলতে চাই আপনারা যদি এক থাকেন তাহলে আমি আগামী দু মাসের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চুয়াডাঙ্গায় নিয়ে আসবো।

সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরকে সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক দামুড়হুদা ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট দামুড়হুদা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রফিকুল হাসান তনু।