চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ৮ম অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ৮ম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রফেসর মো. কামরুজ্জামান। অধ্যক্ষ পদে যোগদানের আগে তিনি একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিনের সহকর্মীকে অধ্যক্ষ হিসেবে পেয়ে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীরা খুশি। এদিকে নতুন অধ্যক্ষকে আনুষ্ঠানিক বরণ করতে গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষক পরিষদের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নতুন অধ্যক্ষ মো. কামরুজ্জামান সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিগত সময়ে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আগামী দিনগুলোতে সহযোগিতার হাত আরো প্রসারিত করবেন। সকলের সহযোগিতায় এ কলেজকে জেলার শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠা করা যাবে। দ্রুততম সময়ে অনার্স চালুসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে।’

সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ নতুন অধ্যক্ষের উদ্দেশে বলেন, ‘আগামী দিনগুলোতে আপনার নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্যদিয়ে এই কলেজের শিক্ষার মান আরো উন্নত হবে।’ শিক্ষকদের পক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. আবু বকর বলেন, ‘অধ্যক্ষ যে সহযোগিতা চাইবেন, প্রতিষ্ঠানের স্বার্থে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের প্রভাষক মুহা. আবু বকরের সভাপতিত্বে বেলা সাড়ে ১২টায় শিক্ষক পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রভাষক সোনিয়া রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় নতুন অধ্যক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষদের মধ্যে ছিলেন, প্রফেসর এসএম ইস্রাফিল, প্রফেসর মো.শহীদুল ইসলাম ও প্রফেসর আব্দুল ওয়াহেদ।

উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর হারুন অর রশিদ, ঝিনাইদহের মহেশপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক এবং প্রফেসর মো. কামরুজ্জামানের গর্বিত পিতা সাবেক শিক্ষা কর্মকর্তা মো.নুরুল ইসলাম।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডে ১৯৮৪ সালের ১৫ জানুয়ারি স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় ‘আদর্শ মহিলা কলেজ চুয়াডাঙ্গা’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালের ৫ এপ্রিল কলেজটি জাতীয়করণ করা হয়।