দর্শনায় সাংস্কৃতিককর্মী সাজুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দর্শনা অফিস: সাংস্কৃতিককর্মী শেখ শাহাজাহান সাজুর ওপর হামলা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম ফ্রেন্ডস একাডেমী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পালন করা হয়েছে মানববন্ধন কর্মসুচি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের উপস্থিতিতে দর্শনা প্রেসক্লাবেব সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা অনিবার্ন থিয়েটারের অর্থসম্পাদক কবিরুল হক লিপু। দর্শনা বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন- দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, অনিবার্ন থিয়েটারের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, কার্যনিবার্হী পরিষদের সদস্য আওয়াল হোসেন, দর্শনা ভৈরব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক আবু তাহের, দর্শনা ফ্রেন্ডস সাংস্কৃতিক একাডেমীর পক্ষে শেখ কামাল হোসেন, দর্শনা পুরাতন বাজার শ্রী শ্রী সার্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদক অনন্ত কুমার শান্তারা, সাংস্কৃতিককর্মী শাপলা খাতুন, প্রতীতির সাধারণ সম্পাদক শামীম আজাদ, কেরুজ সঙ্গীত পরিষদের সদস্য দিনার, সাদেক, দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য মিল্টন, দর্শনা চটকাতলা যুবসংঘের সভাপতি ফরহাদ হোসেন, ব্র্যাক নাট্য গোষ্ঠীর সদস্য বকুল। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন কার্যনিবার্হী পরিষদের সদস্য মাহাবুবুর রহমান মুকুল।

সমাবেশে বক্তারা বলেন, দু দিনের মধ্যে সাংস্কৃতিককর্মী সাজুর ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ফ্রেন্ডস একাডেমী কার্যালয়ে গানের রিয়ার্সেল চলাকালীন বেশ কয়েকজন যুবক সেখানে হামলা করে। মারধর করে সাজুকে। ভাঙচুর করে একাডেমীর বাদ্যযন্ত্র। এ ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন সাজু।