দামুড়হুদার নাটুদায় পুলিশের হাতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

 স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক পুলিশের হাতে লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আটকবর মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আটকবর পুলিশ ক্যাম্পের সদস্যরা শাদা পোশাকে রাস্তার ওপর দাঁড়িয়ে যানবাহন থামিয়ে অর্থবাণিজ্য করছিলেন। এ সময় কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদি আলম প্রতিবাদ করায় পুলিশ সদস্য শাহরিয়ার হোসেন ও দেলোয়ার হোসেন তাকে লাথি-ঘুষি মারতে থাকেন এবং ফেনসিডিল দিয়ে চালান দেবে বলে হুমকি দেন। আটকবর মোড়ে শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন শিক্ষক সহিদুল ইসলাম, শাহাবুদ্দিন, আব্দুস সালাম, আসাদি আলম, শাফায়েতুল খান লাভলু, কামাল হোসেন, জামাল উদ্দীন ও শরীফ উদ্দীন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত সার্জেন্ট নুরুজ্জামান, পুলিশ সদস্য শাহরিয়ার আলম ও দেলোয়ার হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করা হলে আগামী রোববার মানববন্ধনসহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে।