কার্পাসডাঙ্গা ব্রিজমোড়ে অসহনীয় যানজট : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

 

মোস্তাফিজ কচি: দামুড়হুদা  উপজেলার ঐতিহ্যবাহী  কার্পাসডাঙ্গা বাজারের কার্পাসডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের কার্পাসডাঙ্গা ব্রিজমোড়ে অসহনীয় যানজটে পড়ে সাধারণ জনতাসহ পথচারীরা চরম দুর্ভোগের পড়েছেন। অবৈধ আলমসাধু, নসিমন, করিমন, পাখিভ্যানসহ সড়কে চলাচলকারী বাস-ট্রাকের বিশৃঙ্খল চলাচল ও চালকদের সচেতনতা ও অসহযোগিতার কারণে এ যানজট তৈরি হচ্ছে বলে সচেতন মহলের অভিযোগ।

সরজমিনে কার্পাসডাঙ্গা বাজারে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৮টার পর থেকেই কার্পাসডাঙ্গা ব্রিজমোড়, কাউন্সিল মোড় ও কবরস্থান মোড়ে অবৈধ আলমসাধু, করিমন, নসিমন, ভ্যান, পাখিভ্যান জমতে  শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। কার্পাসডাঙ্গা ব্রিজমোড় হয়ে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, ইসলামিয়া বিএ ফাজিল মাদরাসা, বালিকা বিদ্যালয় ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ক্লাস করার জন্য এ পথেই আসা যাওয়া করে। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীসহ সাধারণ জনতা এ পথে স্বাভাবিক চলাচল করতেও অসুবিধার সম্মুখিন হন। ভিড়ের কারণে বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন সোমবার ও বৃহস্পতিবার ডিগ্রি কলেজ ও বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপস্থিতি কমে যায়। রাস্তার ওপর বাজার বসায়  ও আলমসাধু, করিমন, নসিমন, ভ্যান, পাখিভ্যান চালকদের বিশৃঙ্খলভাবে চলাচলের কারণে সারাদিনই  অসহনীয় যানজট সৃষ্টি হয়। সচেতনমহল বিশেষ করে ব্রিজমোড় ও রাস্তার ওপর বাজার বসা বন্ধ ও মোড়ে একটির বেশি গাড়ি দাঁড়ানো অথবা স্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে ফেলার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।