দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের যৌথসভা : হলুদ সাংবাদিকদের রুখতে কঠোর অবস্থান

দর্শনা অফিস: দর্শনাসহ আশপাশ এলাকা ছেয়ে গেছে হলুদ সাংবাদিকে। ওই সকল হলুদ সাংবাদিক বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে সাংবাদিকতার মতো মহান পেশা কলুষিত করছে। ক্ষুন্ন করছে সাংবাদিকদের মর্যাদা। যে কারণে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। অভিযুক্ত হলুদ সাংবাদিক ও তাদের সহযোগীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের ব্যপারে সোচ্চার দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি। এ লক্ষ্যে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথসভা অব্যাহত রয়েছে। এরই মধ্যে দর্শনা প্রেসক্লাবের স্বচ্ছ সাংবাদিক বাছাই করতে গঠন করা হয়েছে কমিটি। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত যৌথসভায় দর্শনার প্রকৃত সাংবাদিকদের সুনাম ধরে রাখতে হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে নানামুখি ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। হলুদ সাংবাদিকদের সহযোগিতার ক্ষেত্রে দর্শনা প্রেসক্লাবের কোনো সদস্য সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তে রয়েছে অটল। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়ক মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে সভায় আলোচনা করেন প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এসএম ওসমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, বর্তমান পরিষদের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সমিতির সহসভাপতি চঞ্চল মেহমুদ, সাংবাদিক এফএ আলমগীর, মনিরুজ্জামান সুমন, নুরুল আলম বাকু, আহসান হাবীব মামুন, রাজিব মল্লিক, সাব্বির আলীম প্রমুখ। দর্শনা প্রেসক্লাবের স্বচ্ছ সাংবাদিক বাছাই করতে মনিরুজ্জামান ধীরুকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে কমিটি। কমিটির অন্যরা হলেন আওয়াল হোসেন ও হারুন রাজু।