দর্শনায় ফেনসিডিল ও মদসহ মহিলা আটক : ভ্রাম্যমাণ আদালতে আলমডাঙ্গার শিখার কারাদণ্ড

দর্শনা অফিস: দর্শনা নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ এক মহিলা মাদককারবারীকে আটক করেছে। সুলতানপুর বিজিবি সদস্যরা ১ হাজার ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কোনো মাদককারবারীকে। নিমতলা বিজিবির হাতে আটককৃত আলমডাঙ্গার শিখাকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
গতকাল শনিবার বিকাল ৫টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক হাজি কাজী হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা বাসস্ট্যান্ডে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয় আলমডাঙ্গা গোবিন্দপুরের আবুল কালামের স্ত্রী শিখাকে (২৬)। বিজিবি সদস্যরা শিখার দেহ তল্লাশি করে ১১ বোতল ফেনসিডিল ও ২০ বোতল মদ উদ্ধার করেছে বলে জানিয়েছে। আটককৃত শিখাকে গতকাল সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২ ‘ঘ’ ধারা মোতাবেক শিখাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে দামুড়হুদার সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন ১ হাজার ১১ বোতল ফেনসিডিল। মাদকের এ চালানের সাথে কোনো মাদককারবারীকে আটক করতে পারেনি বিজিবি।