চুয়াডাঙ্গায় নবগঠিত জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় আহ্বায়ক জিপু চৌধুরী- বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে ধারণ করে কাজ করবে যুবলীগ

স্টাফ রিপোর্টার: কেন্দ্র থেকে ঘোষিত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটি বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে ধারণ করে সংগঠনকে মজবুত করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে। গতকাল শনিবার বিকেল ৫টায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত বর্ধিতসভায় এমনটায় মন্তব্য করেন অনুষ্ঠানের সভাপতি জেলা যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্মআহ্বায়ক মো. জিল্লুর রহমান জিল্লু, জেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. মতিয়ার রহমান মতি, অ্যাড. আবু তালেব, মো. আব্দুর রাজ্জাক, মো. আবুল হোসেন মিলন, মো. গোলাম মোস্তফা লালা, অ্যাড. মো. তসলিম উদ্দীন ফিরোজ, মো. হাফিজুর রহমান কালু, মো. আসলাম উদ্দীন তোতা, হযরত আলী, মো. আজিজুর রহমান বাবু, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, আমজাদ হোসেন, জিয়া উদ্দীন বিশ্বাস, সোহেল রানা শাহীন, খায়রুল বাশার শিপলু, সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুকুল, রফিকুল রাকু ও আসাদুজ্জামান সবুজ, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাবেক কমিশনার মো. শাহীন রেজা, যুগ্মআহ্বায়ক মো. সাজ্জাদুল ইসলাম স্বপন, ছাত্রলীগের সাবেক সভাপতি তাফসির আহম্মেদ লাল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিফাত, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলম হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ইউসুফ, যুগ্মআহ্বায়ক ছোট বাবু, জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ঈশা, যুগ্মআহ্বায়ক মজিবর, পৌর যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান

অনুষ্ঠানের সভাপতি জেলা যুবলীগের নবগঠিত কমিটির আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, আমরা যারা যুবলীগে এসেছি তৎকালীন সময়ে ছাত্রলীগের তুখোড় নেতা ছিলাম। কিন্তু একশ্রেণির মানুষ যারা যুবলীগ নেতা দাবি করেন তারা কখনো কি ছাত্রলীগ করেছেন? ছাত্রলীগ নেতা থাকাকালে আমরা জামায়াত-বিএনপির কতো অত্যাচার সহ্য করেছি ও কারাভোগ করেছি তার অন্ত নেই। কেন্দ্র থেকে ঘোষিত যুবলীগের নতুন আহ্বায়ক কমিটিকে যারা অবৈধ বলছেন তারা কেমন আ.লীগের রাজনীতি করেন? যে কমিটি কেন্দ্র থেকে করে দেয়া হয়েছে যদি কেউ প্রকৃত আ.লীগার হন তাহলে তা মেনে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড থেকে পৌর এলাকা পর্যন্ত যুবলীগের নতুন যে কমিটি তৈরি হবে তাতে বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকেরাই থাকবে। আপনারা অযথা গ্রুপিং না করে আসুন সবাই ভেদাভেদ ভুলে একত্রে মিলে দেশ গঠনের কাজ করি যেমনটি করেছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্মআহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু।

jipu