চুয়াডাঙ্গার হিজলগাড়ি প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেছেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই সকল শ্রেণি-পেশার মানুষদের পাশাপাশি সাংবাদিকরা সমাজসেবায় এগিয়ে এলে সমাজের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেশি ত্বরান্বিত হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেনের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে হবে। গতকাল মঙ্গলবার হিজলগাড়ি প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এ সব কথা বলেন। হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপত্বিতে শিক্ষক শফিকুল ইসলামের উপস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, প্রতিদিনের নতুন খবরের প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দৈনিক আকাশ খবরের প্রকাশক ও সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, হিজলগাড়ি গ্রামের কৃতীসন্তান চক্ষুবিশেষজ্ঞ ডা. ফকির মোহাম্মদ, তিতুদহ ইউপি সচিব ফয়জুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, হিজলগাড়ি বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন, বেগমপুর ইউপি সচিব আসাবুল হক মাসুম, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার, বেগমপুর ইউনিয়ন আ.লীগ নেতা আব্বাস আলী, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ রেজা, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ, আলী কদর মেম্বার, ব্যবসায়ী রুস্তম আলী, সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।