সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহায়তা করুন

দামুড়হুদায় আইনশৃঙ্খলায় গ্রামপুলিশের ভূমিকা শীর্ষক সভায় সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আইনশৃঙ্খলা উন্নয়নে গ্রামপুলিশের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানায় ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিঙের উদ্যোগে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরনবী, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, বিভিন্ন জঙ্গিগোষ্ঠীসহ চাঁদাবাজ-সন্ত্রাসীরা আত্মীয় পরিচয়ে এলাকায় অবস্থান করতে পারে।  তাদের বিষয়ে গ্রাম পুলিশদের বিশেষ নজরদারি থাকতে হবে। এলাকায় সন্দেহজনকভাবে কাউকে ঘোরাফেরা করতে দেখলে তার বিষয়ে তথ্য নিতে হবে। তার পরিচয় জানতে হবে। তাদের বিষয়ে পুলিশকে গোপনে তথ্য দিতে হবে। তাহলেই কোনো জঙ্গিগোষ্ঠী এলাকায় অবস্থান করে কোনো ধরনের নাশকতা করতে পারবে না। এছাড়া এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে তা পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে আমাকেও জানাবেন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি পুলিশিং অফিসার দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই একরামুল হক।