রাষ্ট্রপতির সিদ্ধান্ত পরিবর্তন হলে মেনে নেয়া হবে না : বিএনপি

 

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা আছে। তবে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিকভাবে রাষ্ট্রপতির সিদ্ধান্ত পরিবর্তন করা হলে তা মেনে নেয়া হবে না। সার্চ কমিটি করার ক্ষেত্রে আবার যদি আওয়ামী লীগের পৃষ্ঠপোষক, তাদের দোসর কোনো ব্যক্তিকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়, তাহলে জনগণ মেনে নেবে না। আর বিএনপি যেহেতু জনগণের অধিকার নিয়ে কাজ করে, তাই এটি বিএনপি মেনে নেবে না। এর বিরুদ্ধ যতোরকম ব্যবস্থা নেয়া দরকার বিএনপি নেবে। সংবিধানের দোহাই দিয়ে জনমতের বাইরে গিয়ে কিছু করলে জনগণ তা মানবে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, হারুন অর রশিদ, সহ দফতর সম্পাদক মুনির হোসেন, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

আলাল বলেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে সকলের উপস্থিতিতে নির্বাচন কমিশন গঠনের জন্য খালেদা জিয়াই প্রথম রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনা দিয়েছেন। কিন্তু এ বিষয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা রাষ্ট্রপতির সিদ্ধান্ত নিয়ে একেক জন একেক রকম কথা বলছেন। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায়ে বিএনপি আপাতত সন্তুষ্ট বলে জানিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, উচ্চ আদালতে রায় এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার যে বিষয়টি আছে, সেখানে কী হবে তা নিয়ে তার শঙ্কা আছে। দেশের টাকা বিদেশে পাচার হওয়া নিয়ে আলাল বলেন, দেশের টাকা প্রতিবছরই বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কত টাকা বিদেশে পাচার হচ্ছে তার হিসেব সরকারের কাছেও নেই।