গাংনী হাসপাতাল ॥ মোটরসাইকেল নামে পতাকা নামে না

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গাংনী হাসপাতাল)। চারতলা নতুন ভবনের দোতলায় রাখা হয় হাসপাতালের কর্মচারিদের মোটরসাইকেল। সন্ধ্যার পর মোটরসাইকেলগুলো নামিয়ে নেয়া হলেও নামানো হয়না জাতীয় পতাকা। যেখানে মোটরসাইকেল রাখা হয় ঠিক তার পাশেই পতাকা টাঙানো। তাইতো স্থানীয়রা মন্তব্য করেন, ‘মোটরসাইকেল নামে, কিন্তু পতাকা নামে না’। গতকাল রোববার সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও পতাকা নামানো না হলে স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ভবন চালু হলে দোতলায় টাঙানো হয় জাতীয় পতাকা। র‌্যাম্প সিঁড়ির কারণে চারতলা পর্যন্ত মোটরসাইকেল চালিয়ে যাওয়া যায়। দোতলায় থাকে বিভিন্ন কর্মচারিদের মোটরসাইকেল। সন্ধ্যায় কর্মচারীরা নিজেদের মোটরসাইকেল ঠিকই নামিয়ে নিয়ে যান। কিন্তু জাতীয় পতাকা থেকে যায় অবহেলায়। সরকারি নিয়ম অনুযায়ী গাংনী হাসপাতালে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। তবে নামানো হয় ইচ্ছেমতো। নীতিমালার প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পতাকা টাঙ্গানো থাকে দিন রাত ২৪ ঘণ্টা। এটি জাতীয় পতাকার চরম অবমাননা বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। ক্ষিপ্ত হয়েছে হাসপাতালের আশেপাশের লোকজন। অবশ্য গতকাল রোববার রাতে গাংনী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পতাকা টাঙানো অবস্থার ছবি ধারণ করেন। এ খবর পেয়ে দ্রুত পতাকা নামিয়ে নেন একজন কর্মচারী। জাতীয় পকাতার অবমাননার বিষয়ে জানতে চেয়ে মোবাইলে যোগাযোগ করলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।