আদালতের নির্দেশ অমান্য করে ফান্ডের টাকা উত্তোলন করার অভিযোগ

দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সহিদুল হক ও প্রধান শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয় ফান্ডের ৯৭ হাজার টাকা অবৈধভাবে উত্তোলন করার অভিযোগ উঠেছে।
মামলা সূত্রে জানা গেছে, বিধি বহির্ভূতভাবে নির্বাচিত দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সহিদুল হক ও প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ ৫ জন বিবাদি করে দামুড়হুদা সহকারি জজ আদালতে গত ১০ আগস্ট একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদি কার্পাসডাঙ্গার আব্দুল হাকিম গং অভিযোগ করেন, বিদ্যালয়ের সভাপতি পদে সহিদুল হক অবৈধভাবে নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে আদালতে নিষেধাজ্ঞা দাবি করে দরখাস্ত দেয়া হয়। দরখাস্ত শুনানি শেষে আদালত মঞ্জুর করেন। নিষেধাজ্ঞা স্বত্বেও যশোর শিক্ষাবোর্ড থেকে সহিদুল হককে সভাপতি হিসেবে অনুমোদন করা হয়। পরে বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে স্থগিত ঘোষণা করে। এদিকে বিষয়টি উচ্চ আদালতে গড়ালে ৬ মাসের জন্য বিদ্যালয়ের কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখেন। সম্প্রতি বিবাদিপক্ষ দামুড়হুদা সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দরখাস্ত করলে দীর্ঘ শুনানীর পর নিষেধাজ্ঞা বহাল রাখার আদেশ দেয়া হয়। এরপরও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক গত ১৩ নভেম্বর কার্পাসডাঙ্গা জনতা ব্যাংক শাখা থেকে ৯৭ হাজার টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে। মামলার বাদিপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।