গাংনীর দিনমজুরের দাফনের খরচ দিলেন পুলিশ সুপার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের প্রয়াত দিনমজুর কলিম উদ্দীনের পরিবারে আর্থিক সহায়তা দিলেন মেহেরপুর পুলিশ সুপার। অভাবের তাড়নায় আত্মগোপনে থাকার পর গত বুধবার দুপুরে গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দুর্দশা দেখে সহায়তার হাত বাড়িয়েছেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান।
গাংনী থানার এসআই মাহতাব উদ্দীন গতকাল বৃহস্পতিবার কলিম উদ্দীনের স্ত্রী বিলকিছ খাতুনের হাতে পুলিশ সুপারের দেয়া টাকা তুলে দেন। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন ওই পরিবারের সদস্যরা। অভাবের সংসারে দু’ছেলেকে নিয়ে অথৈ সাগরে পড়েছেন কলিম উদ্দীনের স্ত্রী। তাই টাকা পেয়ে কৃতজ্ঞতা চিত্তে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই পরিবারের সদস্যরা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধারের সময় কলিম উদ্দীনের স্ত্রী স্যারের (এসপি) কাছে দুর্দশা বর্ণনা করেন। মরদেহ দাফন-কাফনের টাকাও তার কাছে ছিলো না। পুলিশ সুপার মহোদয় তাকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে মতে এসআই মাহতাব উদ্দীনের হাত দিয়ে স্যারের দেয়া টাকা পৌঁছে দেয়া হয়েছে।
এদিকে টাকা হস্তান্তরের সময় কলিম উদ্দীনের প্রতিবেশিরা জড়ো হন। অসহায় এ পরিবারটি পাশে দাঁড়ানোর জন্য পুলিশ সুপারসহ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তারা।