আওয়ামী লীগ সরকার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছে

চুয়াডাঙ্গায় অসহায় হত দরিদ্রদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে শিরিন নাঈম পুনম এমপি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী সংরক্ষিত ৯ আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। দেশ বিশ্বের কাছে সম্মানিত হয়। সাফল্যের জন্য পুরস্কার অর্জন করে।’ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমিতে অসহায় হতদরিদ্রদের মাঝে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। দেশে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে প্রমাণ করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেই মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিধবাভাতা বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা প্রাপ্তির সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।’
জেলা মহিলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভানেত্রী সংরক্ষিত ৯ আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা জামান পলি, এমপির ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান ও সাইফুল ইসলাম। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রোকসানা ছন্দার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি রাফিয়া বেগম, ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নুরুন্নাহার কাকলী, নির্বাহী সদস্য সম্পাদক ফেরদৌস, শ্রম বিষয়ক সম্পাদক তানজিলা মনোয়ার মিনি, পৌর মহিলা লীগের সভাপতি এমপির ব্যক্তিগত সহকারী লাইলা শিরিন, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলি আলম, পৌর ৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আলিজা বেগম প্রমুখ। অনুষ্ঠানে ২০১৬-১৭ অর্থ বছরে সংরক্ষিত ৯ আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনমের অনুকূলে বরাদ্দকৃত তহবিল থেকে ৬৫ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। পরে আলমডাঙ্গা উপজেলায় আর্থিক অনুদান বিতরণ করেন এমপি পুনম।