ইবোলা ভাইরাসে ১২০ স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমআফ্রিকার চারটি দেশে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২০ স্বাস্থ্য কর্মকর্তারমৃত্যু হয়েছে। গিনি,সিয়েরালিওন,লাইবেরিয়া ও নাইজেরিয়া- এ চারটি দেশে ২৪০জন স্বাস্থ্য কর্মকর্তা কাজ করছিলেন। এর মধ্য থেকে ওই ১২০ জন মারা যান।গত সোমবারবিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।একইসাথে মারাত্মক এই ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুকেনজিরবিহীন বলে মন্তব্য করেছে ডব্লিউএইচও।ইবোলারপরীক্ষামূলক ওষুধ জিম্যাপ প্রয়োগ করার পরও মারা গেছেন ইবোলা আক্রান্তলাইবেরিয়ার এক চিকিৎসক। দেশটির তথ্য মন্ত্রী সোমবার এ তথ্য নিশ্চিতকরেছেন।

এদিকে ইবোলার প্রাদুর্ভাব ঠেকাতে বিশেষঅ্যন্টি-ইনফ্লুয়েঞ্জা ড্রাগ সরবরাহের ঘোষণা দিয়েছে জাপান। ডব্লিউএইচও’রঅনুরোধে যে কোনো সময়ে অপরীক্ষিত এই ড্রাগ সরবরাহে জাপান প্রস্তুত বলেগত সোমবার সাংবাদিকদের বলেছেন দেশটির মন্ত্রি পরিষদের প্রধান সচিব ইয়োশিহিদেসুগা। জাপান ভিত্তিক বহুজাতিক ফটোগ্রাফিক ও ইমেজিং কোম্পানি ফুজিফিল্মেরসহায়তায় বিশেষ এ ওষুধ তৈরি হয়েছে বলেও জানান তিনি।প্রসঙ্গত,ইবোলা ভাইরাস প্রতিরোধে বেশ কয়েকটি ওষুধের বিকাশ হলেও এগুলো এখনও প্রাথমিকপর্যায়েই আছে। মারাত্মক প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে এখনও পর্যন্তকোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।গত ফেব্রুয়ারিতে গিনিতে প্রথম ইবোলার প্রাদুর্ভাবের পর এ ভাইরাস সংক্রমিত হয়ে পশ্চিম আফ্রিকায় কমপক্ষে ১৪০০ জনের মৃত্যু হয়েছে।