প্রধানমন্ত্রীরছবি বিকৃতির দায়ে পাবনায় ৪ যুবক গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীশেখ হাসিনার ছবি বিকৃতির দায়ে পাবনা ও আটঘরিয়ায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে আটঘরিয়ার পার খিদিরপুর থেকে সাদ্দাম হোসেন (২৪)এবং গতকাল মঙ্গলবার বিকেলে পাবনা শহর থেকে শুভ (২৪),আকাশ (১৬) ও সুজনকে (২৪)  গ্রেফতার করা হয়।সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, গোপনসংবাদের ভিত্তিতে সোমবার রাতে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নেরপারখিদিরপুর বাজারের একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে সাদ্দামকেগ্রেফতার করা হয়। সে সময় ওই কম্পিউটার দোকানে তল্লাশি চালিয়েপ্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার প্রমাণ পায় পুলিশ। এরপর পুলিশ দোকানেরকম্পিউটার ও মোবাইলসেট জব্দ করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানায়, পাবনা শহরের একটি কম্পিউটারের দোকান থেকে সে ওই ছবি সংগ্রহ করেছে। পরে তারদেয়া তথ্যানুসারে মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল শহরের আব্দুল হামিদসড়কের হক সুপার মার্কেটের কোর আই প্লাস নামের একটি দোকানে অভিযান চালিয়েদোকানের ডেক্সটপ কম্পিউটার ও ল্যাপটপে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ডাউনলোড ওতা ছড়িয়ে দেয়ার প্রমাণ পায়। এ সময় এ অভিযোগে পুলিশ ওই দোকান থেকে শুভ,আকাশ ও সুমনকে গ্রেফতার করে।