আলমডাঙ্গা জামজামির মধুপুরে পানাবিলে রাতে সন্ত্রাসীচক্রের তাণ্ডব : দু মৎস্যচাষিকে টেনে মারপিট : চাঁদা দাবি

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামির মধুপুর সংলগ্ন পানাবিলের মৎস্যঘেঁরে মধ্যরাতে দু মৎস্যচাষির ওপর সন্ত্রাসী চাঁদাবাজচক্র বেপরোয়া তাণ্ডব চালিয়েছে। টোঙঘরে হানা দিয়ে প্রথমে মধুপুর গ্রামের মৎস্যচাষি হারান মণ্ডলকে (৪৫) ও পরে পার্শ্ববর্তী একই গ্রামের মৎস্যচাষি ছানোয়ার বিশ্বাসকে (৫৫ ) টেনেহেঁচড়ে বের করে দু লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনাটি ঘটেছে গতপরশু রাত সাড়ে ১২টার দিকে।

জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের মধূপুর গ্রামের গঞ্জের মণ্ডলের ছেলে মৎস্যচাষি হারান মণ্ডল ও প্রতিবেশী মৃত শুকচান মণ্ডলের ছেলে মৎস্যচাষি ছানোয়ার হোসেন গ্রাম সংলগ্ন পানাবিলে পুকুরঘের করে মৎস্যচাষ করে আসছেন। পরিবারস্বজনরা অভিযোগ করে জানান, পাশাপাশি পুকুরে নিজেদের মৎস্যঘের নিজেরায় পাহারা করেন। প্রতিরাতের মতো গত বুধবার রাতে মৎস্যঘের পাহারায় এসে টোঙঘরে ঘুমিয়ে পড়েন। মৎস্যচাষি হারান মণ্ডল জানান, মধ্যরাতে ৭-৮ জন সন্ত্রাসী মৎস্যঘেরে টোঙঘরে হানা দিয়ে তাকে ডাকাডাকি শুরু করে। পরে মারপিট শুরু করে চাঁদাদাবি করে। পরে পার্শ্ববর্তী মৎস্যঘেরে হানা দিয়ে একইভাবে টেনেহেঁচড়ে মৎস্যচাষি ছানোয়ার বিশ্বাসকে ১ লাখ টাকা চাঁদাদাবি করে মারধর শুরু করে। পরে সন্ত্রাসীরা পাঁচলিয়া বাজারের দিকে চলে যায়। মৎস্যচাষি হারান মণ্ডলকে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে।