ইবির অধীনে ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাজিল পরীক্ষা-২০১৩ এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফলাফল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রকাশ করা হয়েছে। ফলাফল নিজ নিজ পরীক্ষা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসসূত্রে জানা যায়, গত বছরের ১২ জুন ফাজিল পরীক্ষা-২০১৩’র প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হয় ৩১ জুলাই। বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১ হাজার ২৭৭টি ফাজিল মাদরাসার মোট ১ লাখ ১১ হাজার ১৫২ জন পরীক্ষার্থী ফাজিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রথমবর্ষে ৪৪ হাজার ৯৬৩ জন, দ্বিতীয় বর্ষে ৩৬ হাজার ৫৮১ ও তৃতীয় বর্ষে ২৯ হাজার ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফ মোল্লা বলেন, পরীক্ষায় গড় পাসের হার শতকরা ৯৪ ভাগ। প্রথম বর্ষে শতকরা ৯৫ ভাগ, দ্বিতীয় বর্ষে ৮৯ ভাগ ও তৃতীয় বর্ষে শতকরা ৯৭ ভাগ শিক্ষার্থী পাস করেছেন। তিনি বলেন, পরীক্ষার ফলাফল ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে। এছাড়া ডাক ও ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে ফলাফল পাঠিয়ে দেয়া হয়েছে।