চুয়াডাঙ্গায় বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারির তাগাদা দিয়েছেন আদালত

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চুয়াডাঙ্গার আমলি আদালতে মানহানির মামলায় সমনের জন্য তাগাদা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. এবিএম মাহমুদুল হক এ আদেশ দেন।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সভাপতি শরিফ হোসেন দুদু বাদী হয়ে গত ২১ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুহা. আমীনুল ইসলামের আমলি আদালতে এ মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী তসলিম উদ্দিন ফিরোজ জানান, আদালত মামলাটির নির্ধারিত দিনে সমন জারির তাগাদার আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানপ্রেমী বাংলাদেশ বিদেশি খুনি রাজাকার বলে বক্তব্য প্রকাশ করেন। যা বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়। বাদী ১৭ ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারেন। সংবাদ প্রকাশের কারণে প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মান-সম্মান দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। যা টাকার মানদণ্ডে নিরুপণ করা সম্ভব নয়। এ কারণে বাদীর মনে দারুণভাবে আঘাত লেগেছে।