মেহেরপুরে গাংনীর কেশবনগরে সরকারি জমির গাছ কর্তন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কেশবনগর গ্রামে বিরোধপূর্ণ জমির গাছ কর্তনের অভিযোগ উঠেছে। মাথাভাঙ্গা নদীর ও জমির কয়েকটি ইপিলইপিল গাছ ঝড়ে পড়ার সুযোগে কেটে নেয় কেশবনগর গ্রামের কয়েকজন। বিষয়টি আদালতে মামলা চলছে।

অভিযোগে জানা গেছে, গত ৪ এপ্রিল ঝড়ে কয়েকটি ইপিলইপিল গাছ উপড়ে যায়। কেশবনগর গ্রামের আলাল উদ্দীন ও জালাল উদ্দীন নামের দু ভাই গাছ কেটে নেয়। ঝড়ে পড়া ৪টি গাছের পাশাপাশি আরো চারটি গাছ কেটে নেয় তারা। তারা প্রায় ২০ হাজার টাকার গাছ কর্তন করেছে বলে অভিযোগ করেন গ্রামবাসী।

মাথাভাঙ্গা নদীর কেশবনগর মৌজার ১২ একর জমি মানিকদিয়া গ্রামের মৃত হিরাজ আলী নিজের নামে রেকর্ড করে নেন। বিষয়টি জানতে পেরে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি মেহেরপুর যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলাটি দায়ের করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। জমির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার বাদি জানান, গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।