আলমডাঙ্গা গড়চাপড়া গ্রামের সেকেন্দার আলীর ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের সেকেন্দার আলী আর নেই (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতকাল সকালে তিনি মারা যান। গতকালই তার দাফন সম্পন্ন হয়েছে।

জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের সেকেন্দার আলী (৯০) বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে তিনি মারা যান। বাদ আছর অঘোরনাথ মোড়ের পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দু মেয়ে, নাতিনাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলেদের মধ্যে আবুল কালাম আজাদ মৎস্য অফিসে চাকরি করেন, আলিমুল হাসান ইদ্রিস মুন্সিগঞ্জ ড্যাফোডিল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রিক্যাডেট স্কুলের পরিচালক, ইউসুফ হাসান ওই স্কুলের অধ্যক্ষ।

সেকেন্দার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা লেখক সংঘের সভাপতি ডা. শাহীনুর হায়দার, সেক্রেটারি কবি ময়নুল হাসান ও দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।