চলছে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের যুগ : সনাতন পদ্ধতির সেচযন্ত্র দোন এখন বিলুপ্তির পথে

 

এমআর কচি: এক সময় মানুষ পানি সেচ ব্যবস্থা হিসেবে কাঠ বা বাঁশ দিয়ে তৈরি দোন বা ছেঁউটি এখন আর চোখে পড়ে না। এ যন্ত্রটি এখন বিলুপ্তির পথে। আধুনিক প্রযুক্তির যুগেও মাঝে মাঝে দেখা যায় সনাতন যুগের এ সেচযন্ত্রটি। কালের আর্বতে হারিয়ে গেছে অনেক কিছুই। যার মধ্যে দোন বা ছেঁউটি। এক সময় ফসল ক্ষেতে বা পানি নিষ্কাশনের জন্য ব্যবহার করা হতো বাঁশ কাঠ এবং তালগাছ দিয়ে পদচালিত সেচযন্ত্র। এখন সর্বত্র লেগেছে আধুনিকতার ছোঁয়া। পানি সেচের জন্য তৈরি হয়েছে গভীর নলকূপ ও বিভিন্ন ধরনের শ্যালোমেশিন। এ যুগেও অনেক হতদরিদ্র কৃষকে দেখা যায় দোন যন্ত্রটি ব্যবহার করতে। কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের এক কৃষক হামিদুল হক বলেন, দীর্ঘদিন নদী থেকে দোন বা ছেউঁটি দিয়ে পানি তুলে ধানচাষ করে আসছি।