আলমডাঙ্গায় মামলা প্রত্যাহার না করায় ক্ষিপ্ত হয়ে মামলার বাদীকে হত্যা অপচেষ্টার অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: মামলা প্রত্যাহার না করায় ক্ষিপ্ত হয়ে মামলার বাদীকে হত্যার অপচেষ্টার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামের মসলেম আলীর বিরুদ্ধে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহারসূত্রে জানা গেছে, এনায়েতপুর গ্রামের নিছু মণ্ডলের ছেলে মসলেম আলী প্রায় ৯ বছর পূর্বে একই গ্রামের নূর ইসলামের স্ত্রী ফিরোজা বেগমের নিকট থেকে দেড় লাখ টাকা কর্জ নিয়েছিলো। সে সময় ফিরোজা বেগম ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। পরবর্তীতে বার বার তাগাদা সত্ত্বেও মসলেম আলী ওই টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ফিরোজা বেগম আদালতে মসলেম আলীর বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাৎ মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মসলেম আলী। মামলা প্রত্যাহার করে নিতে তিনি হত্যাসহ নানাভাবে মামলার বাদীকে ভয়-ভীতি দেখাতে থাকে। এরই এক পর্যায়ে মামলার নির্ধারিত দিনে বাদী তার এক বোনকে সাথে নিয়ে গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা আদালতের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নতিডাঙ্গা-বাড়াদী পুলের নিকট উপস্থিত হলে মোসলেম আলীসহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথ রোধ করে। এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। বাদীর বোনকে রাস্তায় ফেলে হত্যার ভয় দেখিয়ে তার গলায় ছুরি ধরে রেখে বাদীকে ধরে পার্শ্ববর্তী পানবরজে নিয়ে যায়। পরে মসলেমের নিকট থাকা রশি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যার অপচেষ্টা করে। এক পর্যায়ে ফিরোজা বেগম অজ্ঞান হয়ে পড়লে তাকে মৃত ভেবে মসলেম আলী গং ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ফিরোজা বেগমের বোনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি আলমডাঙ্গা থানায় হাজির হন মামলা করার জন্য।