আলমডাঙ্গার ভোগাইলবগাদীর ষষ্ঠীতলা জবরদখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ভোগাইলবগাদী গ্রামের ষষ্ঠীতলা জবরদখল করে নেয়ার অভিযোগ উঠেছে। কয়েকশ বছরের পুরোনো এ স্থানে হিন্দু সম্প্রদায় এতোদিন ষষ্ঠীপূজা করে আসছিলো। চুয়াডাঙ্গা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল অভিযোগ করে বলেন, আমাদের পূর্বপুরুষরা সরকারি সম্পত্তির এ স্থানটিতে পূজা করে আসছে। বছর দুয়েক আগে এখানকার বুড়ো বটগাছটি ঝড়ে উপড়ে যায়। সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন নতুন করে আরেকটি বটগাছ লাগিয়েছে। কিন্তু সম্প্রতি গ্রামের ছানোয়ার হোসেন ও তুফা নামের দুজনের নেতৃত্বে কতিপয় ব্যক্তি ষষ্ঠীতলাটি জবরদখল করে নিজেদের আয়ত্তে নিয়েছে। এতে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে পূজা অর্চনা করতে পারছে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বাবুলাল প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।