চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ বাজারে মুদিদোকানে আগুন : মালামাল ভস্মীভূত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ রেলস্টেশন সংলগ্ন মোমিনের মুদিদোকানে মধ্যরাতে দোকানের পেছনের টিন কেটে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে কে বা কারা। আগুনে পুড়ে দোকানের ফ্রিজ টেলিভিশন ও সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ বাজারের রেলস্টেশন সংলগ্ন আমিরপুর গ্রামের সামসুলের ছেলে মুদিব্যবসায়ী মোমিন দোকান বন্ধ করে বাড়ি যান। রাত আনুমানিক আড়াইটার সময় দোকানে আগুন জ্বলতে দেখে নাইটগার্ডেরা আগুন নেভাবার চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে দোকানে থাকা ফ্রিজ, টেলিভিশন ও নগদ টাকাসহ সম্পূর্ণ মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। রাতে কে বা কারা দোকানের পেছনের টিন কেটে পেট্রোল ঢেলে দোকানে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন মোমিন। ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।

অপরদিকে সকাল ৯টার সময় নীলমণিগঞ্জ বাজার কামটির আয়োজনে রেলস্টেশন প্রাঙ্গণে মুদিব্যবসায়ীর সাহাযার্থে আলোচনাসভার আয়োজন করে। বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুলের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শেফালী খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, বাবলু মেম্বার, আবু সায়েম শাহীন, যুবলীগ নেতা মজিত, মমিন প্রমুখ। বাজারের ব্যবসায়ীরা মুদিদোকানে আগুন দেবার ঘটনাকে মর্মান্তিক ও ন্যাক্কারজনক উল্লেখ করে দোষীদের খুঁজে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানিয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।