আলমডাঙ্গার পারকৃষ্ণপুর থেকে অপহৃত মহিলাকে উদ্ধার করেছে থানা পুলিশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রাম থেকে পারদুর্গাপুর গ্রামের অপহৃত মহিলাকে ৬ দিন পর উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকালই মহিলাকে তার পিতার হেফাজতে ফেরত দিয়েছে পুলিশ।

জানা গেছে, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রাম থেকে পারদুর্গাপুরের দু কন্যাসন্তানের জননীকে অপহরণের ৬ দিন পর আলমডাঙ্গা থানা পুলিশ উদ্বার করেছে। গ্রামসূত্রে জানা গেছে, গত ১৬ বছর আগে আলমডাঙ্গার পারকৃষ্ণপুর গ্রামের মৃত কিতাব আলীর ছেলের সাথে পারদুর্গাপুর গ্রামের সুন্নতের মেয়ে সেলিনার বিয়ে হয়। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। দেড় বছর আগে সংসারে অভাবের কারণে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নেয় সেলিনা। এরই মাঝে সেলিনা একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ে করে। হাসিবুল বাড়ি ফিরে আসে। গত ৬ দিন আগে সেলিনা বাড়ি ফেরার পথে হাসিবুল তাকে ধরে নিয়ে পুনরায় বিয়ে করে বলে হাসিবুলের এক নিকটজন জানান। অপরদিকে সেলিনার পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হাসিবুলসহ ৫ জনের নামে অপহরণ মামলা করেন। গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানার এসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে পারকৃষ্ণপুর গ্রাম থেকে অপহৃত সেলিনাকে উদ্ধার করে তার পিতার হেফাজতে পাঠিয়ে দেন।