আফগানিস্তানে সরকারি দপ্তরে তালেবান হামলায় নিহত ২৪

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের একটি সরকারি দপ্তরে তালেবান হামলায় অন্ততপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জন।গতকাল বৃহস্পতিবার ভোরে আফগানিস্তানেরপূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে হামলাটি চালানো হয়েছে।নিহতদের মধ্যে ১৯ জনজঙ্গি, ৩ জন পুলিশ ও ২ জন ন্যাশনাল ডিরেক্টরেট ফর সিকিউরিটির (এনডিএস) সদস্য বলেনিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা সংস্থা এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের ভবন লক্ষ্য করে তিনটি গাড়িবোমা হামলাচালানোর পর হামলাকারীরা গোলাগুলি শুরু করে।ওই কর্মকর্তা আরো জানান, নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের প্রায় ৫ ঘণ্টাব্যাপি লড়াই চলে।সর্বোমোট১৩৬ জন বেসামরিক ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এ হামলা-লড়াইয়ে আহতহয়েছেন।তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায়িত্ব স্বীকারকরেছেন বলে জানা গেছে।