ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: বোলিং আক্রমণ ‘সীমিত’ তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেপ্রথম টেস্টে ব্যাটসম্যানদের ওপরই ভরসা করতে চান বাংলাদেশের কোচ চন্দিকাহাথুরুসিংহে।আজ শুক্রবার কিংসটাউনে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।চলতি বছরটা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। নতুন কোচ আসার পরও হারের বৃত্তেই ঘুরপাকখাচ্ছে দল। তাই হাথুরুসিংহের কাছে ড্রই বাস্তবসম্মত লক্ষ্য।যদি আমরা ভালো খেলি,ব্যাট ভালো করি তাহলে আমরা খেলায় থাকব। আমাদের বোলিং স্টক সীমিত।

ধারাবাহিকতা না থাকাবাংলাদেশের ব্যাটসম্যানের সবচেয়ে বড় সমস্যা।ছন্দে ফিরতে লড়ছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, শামসুর রহমান, নাসির হোসেনরা। হঠাৎ করেইরান নেই মুমিনুল হকের ব্যাটে। তবে মুমিনুল নিজের খেলাটা খেলতে পারলে অনেকটা নির্ভারহয়ে ব্যাট করতে পারবেন অধিনায়ক মুশফিকুর রহিম।২০০৯ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।স্বাগতিকদের পূর্ণ শক্তির দলের বিপক্ষে সেই ফল খুবই কঠিন হবে। তবে হার এড়াতে পারলেওবাংলাদেশের প্রাপ্তি কম হবে না। জিম্বাবুয়ের সাথে রেটিং পয়েন্টের ব্যবধান কিছুটা কমবে।