হাইকোর্টে তিন ধর্ষক-খুনির ফাঁসি বহাল

স্টাফ রিপোর্টার: সিলেটে এক শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগে তিন আসামিকে দেয়া মৃত্যুদণ্ডের রায়ে অনুমোদন দিয়েছেন হাইকোর্ট।দু আসামির আপিল খারিজ করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আব্দুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের আদালত এ রায় দেন।রায়ে তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে ‍মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশে অনুমোদন দেয়া হয়। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এ তিন আসামি হলেন- সাদ আহমেদ, রুহুল আমিন ও আতিক। এদের মধ্যে সাদ ও রুহুল কারাগারে রয়েছেন।মামলারনথিতে দেখা যায়, ২০০৬ সালের ২৮ নভেম্বর সিলেটের গোলাপগঞ্জের নলুয়া হাওড়এলাকার একটি কাশবনে ১২-১৩ বছরের একটি মেয়ের লাশ পাওয়া যায়। পরিচয় জানতে নাপারায় আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফন করে।গোলাপগঞ্জ থানারএসআই তাপস কুমার ওই ঘটনায় একটি দায়ের মামলা করেন। পরে তদন্তে মেয়েটিরপরিচায় উদ্ধারের পাশাপাশি তিন আসামিকে চিহ্নিত করে পুলিশ।তদন্তে দেখা যায়, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে কাশবনে লাশ ফেলে গিয়েছিলো আসামিরা।