দক্ষিণ সুদান : বাঁচতে গিয়ে মরলো ২ শতাধিক মানুষ

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ সুদানে মালাকাল শহরের লড়াই থেকে বাঁচার জন্য পালানোর সময় নদীতে ফেরি দুর্ঘটনায় পানিতে ডুবে গেছে ২শ’রও বেশি মানুষ। দক্ষিণ সুদানের সামরিক বাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ের গত  মঙ্গলবার একথা জানিয়েছেন। তিনি বলেন, শ্বেত নীল নদে ডুবে যাওয়া ফেরিটিতে ২শ থেকে ৩শ যাত্রী ছিলো। তাদের মধ্যে নারী ও শিশুও আছে। ফেরিটি অতিরিক্ত যাত্রী বহন করছিলো। সেনা মুখপাত্র বলেন, নদী তীরবর্তী মালাকালে চলমান সংঘর্ষ থেকে বাঁচতে ফেরিতে করে পালাতে চেয়েছিলো তারা। কিন্তু দুর্ঘটনায় সবাই পানিতে ডুবে যায়। দক্ষিণ সুদানের বিভিন্ন স্থানে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। আপার নীল অঞ্চলের মালাকাল শহরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। গত ১৫ ডিসেম্বর থেকে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাকারের অনুগত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত বহু মানুষ হতাহত এবং উদ্বাস্তু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *