চুয়াডাঙ্গার একমাত্র একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহর ২৪তম প্রয়াণ দিবস পালিত

ঝলমলে আলোয় গানের সুরে মাতোয়ারা কবির জীর্ণকুঠির

স্টাফ রিপোর্টর: একতারা, দোতারা হারমোনিয়াম ও বাঁশি সুরে মুখরিত হয়ে উঠেছিলো চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রাম। উপলক্ষটা ছিলো মরমী কবি উপমহাদেশের প্রখ্যাত বাউল সুরসাধক চুয়াডাঙ্গার একমাত্র একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহর ২৪তম প্রয়াণ দিবস। এ দিবস উপলক্ষে খোদাবক্স শাহর বসত বাড়ির আঙিনায় ১৪ ও ১৫ জানুয়ারি ২দিনব্যাপি বণার্ঢ্য মিলন মেলার আয়োজন করা হয়।

স্মরণোৎসব উপলক্ষে মাজার সেজেছিলো নবসাজে, ঝলমলে আলোয় আলোকিত হয়েছিলো কবির গ্রামের বাড়ির আঙিনা। হাজারো ভক্ত ও মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মাজার প্রাঙ্গণে গত পরশু দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। কবিপুত্র আব্দুল লতিফ শাহর সভাপতিত্বে প্রথমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, ঝিনাইদহ থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, খোদা বক্স শাহ স্মৃতি সংসদের সদস্য সচিব কামরুজ্জামান কাফি, ঘোলদাড়ি কাম্প ইনচার্জ এএসআই লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  তার বক্তব্যে বলেন, খোদা বক্স শাহর বাউল মেলা উদ্ভাসিত হোক প্রসারিত হোক। খোদাবক্স শাহর জীবনী নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। মাজার প্রাঙ্গণে স্থায়ী মঞ্চ করার জন্য তিনি আন্তরিকতার সাথে আশ্বাস দেন। অনুষ্ঠানে খোদা বক্স সাঁঈ’য়ের স্মৃতি সংসদের আয়োজনে কামরুজ্জামান কাফির সম্পাদনায় প্রয়াণ দিবস উপলক্ষে স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। আলোচনাসভা শেষে বাউল সঙ্গীত পরিবেশন করা হয়। বাউল সঙ্গীত পরিবেশন করেন কবিপুত্র আন্তর্জাতিক বাউল শিল্পী আব্দুল লতিফ শাহ। খোদাবক্স শাহর নিজের লেখা শুভ সাধু সংঘ লয়ে সঙ্গ বঙ্গ বন বিহঙ্গ গানটি আব্দুল লতিফ শাহ পরিবেশন করেন। এরপর মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার পর পর তিনটি বাউল সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। অনুষ্ঠানে তানিয়া, ঐশ্বর্যসহ দেশবরেণ্য স্বনামধন্য শিল্পীরা বাউল সঙ্গীত পরিবেশন করেন। গতকাল বুধবার কবিতা, মরমী বাউল গান ও পালা গানের মধ্যদিয়ে ২ দিনব্যাপি অনুষ্ঠানের  সমাপ্তি ঘটে।