৪২তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা ফাইনালে আজ ফাইনাল

 

ক্রীড়া প্রতিবেদক: ৪২তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলের চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের পশ্চিম জোন  ফাইনাল আজ শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল প্রথম সেমিফাইনালে তীব্রপ্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে টাইব্রকারে চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা ৩(২)-০(২) গোলে চুয়াডাঙ্গা এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। খেলার ১০ মিনিটে হাফেজ ফরহাদের বাড়ানো বলে ইমাম হোসেন গোল করে দল ১-০ ব্যবধানে এগিয়ে নেয়। এরপর এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয় পরপর দু গোল করে মাদরাসা দলকে কোনঠাসা করে ফেলে। কিন্তু খেলার শেষ বাঁশি বাজার মাত্র ৩ মিনিটের মাথায় লম্বা পাসের বল স্ট্রাইকার ইমামের ইনসুইঙে বল এম.এ বারীর জালে জড়িয়ে যায়। ফলে নির্ধারিত  সময়ের খেলা ২-২ গোলে ড্র-হয়। ফলাফল নির্ধারনী টাইব্রেকারে চুয়াডাঙ্গা রেলবাজার ফাজিল মাদরাসা ৩-০ গোলের ব্যবধানে এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। মাদরাসা দলের কোচ ছিলেন মাদরাসার শীররচর্চা শিক্ষক রকিবুল ইসলাম (ইসলাম রকিব)।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ১-০ গোলে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত  হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফুটবল প্রতিযোগিতা আয়োজক কমিটির পক্ষে মাঠে উপস্থিত ছিলেন সাবেক ডিএসএ সম্পাদক মতিয়ার রহমান, কার্যকরী সদস্য ওবাইদুলহক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, বদর খান, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু প্রমুখ। খেলাগুলো পরিচালনা করেন আজিজুল হক শীল, আ. সালাম, আ. মালেক, সুমন জোয়ার্দ্দার ও হাফিজুর রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *