দিনাজপুরের হিলি সীমান্তে নারী-শিশুসহ আটক ১৪

স্টাফ রিপোর্টার: দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্ত থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৫টি পরিবারের শিশু ও নারীসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি। ভারত যাওয়ার উদ্দেশে সীমান্ত সংলগ্ন এক দালালের বাড়িতে অবস্থানকালে গতকাল শুক্রবার তাদের আটক করা হয়। বিজিবি হিলি সিপি বিওপি কোম্পানি কমান্ডার আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যবাসুদেবপুর (হিলি রেল কলোনি) মহল্লার নারী-শিশু পাচারকারী ও অবৈধ উপায়ে ভারতে লোক পারাপার চক্রের সদস্য রিপনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিনা পাসপোর্টে হিলি সীমান্ত পথে ভারত যাওয়ার উদ্দেশে অবস্থানরত ৫ শিশু ও ৬ নারীসহ ১৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন সুকুমল চন্দ্র (৫০) তার স্ত্রী যমুনা রানী (৪৫), কন্যা পলি (১৫) ও ডলি (১০), উজ্জ্বল চন্দ্র (৪২), তার স্ত্রী কাজলী রানী (৩৫), পুত্র সুজন (৪), সুধির চন্দ্র (৪৫), তার স্ত্রী মিনতী রানী (৩৫), পুত্র আকাশ (১০), কন্যা রাখী (৬), সেতু রানী (৬০), সনেকা রানী (৬০) ও শ্যামল দত্ত (৫০)। এদের বাড়ি রাজশাহীর বাঘমারা, নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায়।