তবুও আর্জেন্টিনা দলে মেসি

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আমেরিকা অঞ্চলের তলানিতে থাকা প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রে স্যাবেলা। স্প্যানিশ সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সেলোনার ১-১ গোলে ড্রর ম্যাচে চোট পেলেও আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি।

গত বুধবারের ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। দ্বিতীয়ার্ধে তাকে ছাড়াই খেলেছে বার্সা। গত রোববারের লিগ ম্যাচে তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে ১০ সেপ্টেম্বর আসুনসিয়নে আর্জেন্টিনা সফরে সুস্থ মেসিকে পাওয়া যাবে আশাবাদী স্যাবেলা।

এদিকে বাছাইপর্বে ১১ ম্যাচে নয় গোল করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এখন পর্যন্ত শীর্ষ গোলদাতা গঞ্জালো হিগুয়েন। কলম্বিয়ার বিপক্ষে লালকার্ড দেখায় পরের ম্যাচটিতে তাকে পাচ্ছে না দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই সাজায় মিডফিল্ডার মাচেরানোও থাকবেন না। তবে ইতালির বিপক্ষে ২-১ গোলে প্রীতি ম্যাচ না থাকলেও বাছাইপর্বের দলে জায়গা হয়েছে সার্জিও আগুয়েরোর। বর্তমানে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। তিন পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।