মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতানের বক্তব্যের প্রতিবাদ আলমডাঙ্গা বেলগাছি গ্রামের শহীদ মইজুদ্দিনের পরিবারের

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবে গত ২০ মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ করেছেন আলমডাঙ্গা বেলগাছি গ্রামের শহীদ মইজুদ্দিনের ছেলে মো. আব্দুল আলীম। পরিবারের পক্ষ থেকে তিনি প্রতিবাদলিপিতে বলেন, ওই দিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আলমডাঙ্গা উপজেলা ইউনিট কমান্ডের কমান্ডার সফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি আলমডাঙ্গা উপজেলা বেলগাছি গ্রামের শহীদ মইজুদ্দিন বিশ্বাসকে কেন্দ্র করে যেসব অসত্য তথ্য বা অভিযোগ উত্থাপন করেন যা পরদিন দৈনিক মাথাভাঙ্গাসহ পত্রপত্রিকায় প্রকাশিত হয়। যা আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা হচ্ছে, আনসার প্রশিক্ষণপ্রাপ্ত মইজুদ্দিন বিশ্বাস প্রথমে আলমডাঙ্গায় যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় তাতে তিনি অংশ অংশ করেন। পরের দিনগত ভোরে পাকবাহিনীর পাল্টা আক্রমণে মইজুদ্দিন বিশ্বাস তাদের হাতে বেলগাছিতে ধরা পড়েন। পরে তাকে নির্মমভাবে অত্যাচার ও গুলি করে হত্যা করা হয়।