গাংনীতে ফেনসিডিল ও ইয়াবাসহ একজন গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: ১৫ বোতল ফেনসিডিল ও ৩০ পিস ইয়াবাসহ দরিব হোসেন (৪৩) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলর ধলা গ্রামের মোড়ে গাংনী থানা পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতার দবির উদ্দীন কাজিপুর গ্রামের নবির উদ্দীনের ছেলে।

গাংনী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বখতিয়ার খালেদ ও এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে মাদক নিয়ে গাংনীর দিকে যাচ্ছিলো দবির উদ্দীন। পুলিশের অভিযান দলটি তাকে থামিয়ে তল্লাশি করেন। মোটর সাইকেলের বিভিন্ন স্থান থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ৩০ পিস ইয়াবাসহ দবির উদ্দীনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এসআই বখতিয়ার খালেদ বাদি হয়ে দবির উদ্দীনের নামে মামলাটি দায়ের করেন। দবির উদ্দীন কাজিপুর গ্রামের জোড়া হত্যা মামলার অন্যতম আসামি এবং চিহ্নিত মাদকপাচারকারী বলে জানায় পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।