স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা বাড়াদি-এনায়েতপুর আলহাজ খোত্তার আলি মাধ্যমিক বিদ্যালয় ভবনের দোতালা সিঁড়ির নিচে বিকট শব্দে বোমা বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। আলমডাঙ্গার বাড়াদি আলমডাঙ্গা বাড়াদি-এনায়েতপুর আলহাজ খোত্তার আলী মাধ্যমিক বিদ্যালয় ভবনের দোতালা সিঁড়ি নিচে বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম লাল্টু জানান, বেলা ১২টার দিকে স্কুলের দপ্তরি মামুনের মাধ্যমে স্কুলে বোমা বিস্ফোরণ হয়েছে সংবাদ পেয়ে স্কুলে ছুটে আসি। স্কুলমাঠে পাট শুকানো কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান। বিকট শব্দে বোমাটি বিস্ফোরণ হয়ে স্কুল আঙিনা কালো ধোয়ায় ছেয়ে যায়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশে দুলোর্ভপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।