আলমডাঙ্গার এরশাদপুর একাডেমী মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর একাডেমী মাঠে এসো সবাই খেলার মাঠে আসি, মাদকমুক্ত সোনার বাংলা গড়ি এই স্লোগানকে সামনে রেখে মর্নিংস্টার ফুটবল ক্লাবের উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। মর্নিংস্টার ফুটবল ক্লাবের সভাপতি সোহাগ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সামসাদ রানু, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুর গাফফার, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, চুয়াডাঙ্গা মর্নিংস্টার ক্লাবের সভাপতি হামিদুর রহমান, শিক্ষক রবিউল হক, সমাজকর্মী আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, শিক্ষানুরাগী আব্দুর রশীদ মোল্লা, সিরাজুল ইসলাম, ওমর আলী প্রমুখ। ফুটবল ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কৃতী খেলোয়াড় সাজ্জাদ, সোহাগ আলী, সুমন, নাহীদ ও ফজলু। সার্বিক দায়িত্বে ছিলেন কৃতী ফুটবলার আনোয়ার হোসেন। প্রশিক্ষণে শিক্ষার্থী হিসেবে প্রায় দেড় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে কৃতী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হবে।

Leave a comment