খিজির খান এখন হিলারির পক্ষে প্রচারে
মাথাভাঙ্গা মনিটর: প্রয়াত এক মার্কিন সেনার বাবা পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে জয়ী করতে জোর আবেদন জানিয়েছেন। ভার্জিনিয়ায় বসবাসকারী খিজির খান ডেমোক্রেটিক পার্টির পক্ষে এক চিঠিতে লিখেছেন, ট্রাম্পের বিপক্ষে ভোট হবে ঘৃণার বিপক্ষে ভোট। ৩৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী খিজির খান লিখেছেন, ‘আমি জানি, যে মূল্যবোধের জন্য আমি আমেরিকার প্রতি আকৃষ্ট হয়েছিলাম, ডোনাল্ড ট্রাম্প সেই মূল্যবোধের প্রতিনিধি নন।’ জুলাইয়ের শেষ সপ্তাহে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিয়ে খিজির খান সবার মনোযোগ আকর্ষণ করেন। তার ছেলে মার্কিন সেনাসদস্য হুমায়ুন খান ইরাক যুদ্ধে নিহত হন। খিজির খান সে কথা উল্লেখ করে ট্রাম্পের প্রতি উপহাস করে বলেছিলেন, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের দাবি তুলে এই রিপাবলিকান প্রার্থী একজন মার্কিন সৈনিকের আত্মত্যাগের প্রতি অপমান করেছেন। খিজির খান তার চিঠিতে বলেছেন, ট্রাম্প ও রিপাবলিকান সদস্যরা তাকে একজন প্রতারক বলে নিন্দা করেছেন। তাদের এই দৃষ্টিভঙ্গি থেকেই পরিষ্কার যে এই দল ও তার প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘৃণা ও ভীতি ছড়াতে ব্যস্ত।
সৌদি আরবে বন্দুকধারীদের গুলিতে ২ পুলিশ নিহত
মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া প্রধান নগরী দাম্মামে গত সশনিবার রাতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় ২ সৌদি পুলিশ নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সৌদি প্রেস এজেন্সিকে বলেন, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে (গ্রিনিচ মান সময় ২০৩০) পুলিশের একটি গাড়িতে করে ওই দুই কর্মকর্তা টহল দিচ্ছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মন্ত্রণালয়ের ওই মুখপাত্র কে বা কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে কিছু জানাননি। তবে এর আগেও চলতি বছর সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের শিয়া প্রধান এলাকাগুলোতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে জানুয়ারি মাসে এক হামলায় চার পুলিশ নিহত হয়।
যুক্তরাষ্ট্রে শপিং মলে ছুরিকাঘাতে আহত ৮
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়েছে। এতে আটজন আহত হয়েছে। তবে সন্দেহভাজন ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। গত শনিবার রাতে সেন্ট ক্লাউড শহরে এ ঘটনা ঘটে। সেন্ট ক্লাউড শহরের পুলিশ প্রধান ব্লেয়ার অ্যান্ডারসন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তি হামলা চালানোর আগে অন্তত একজনের কাছে জানতে চেয়েছিল তিনি মুসলিম কি না। তবে অ্যান্ডারসন এ-ও বলেছেন যে হামলাকারীর উদ্দেশ্য তাদের কাছে অস্পষ্ট। বলেন, ‘এটা সন্ত্রাসী হামলা না অন্য কিছু, তা এই মুহূর্তে বলতে পারছি না।’ অ্যান্ডারসন বলেন, অস্ত্রধারী সন্দেহভাজন ওই ব্যক্তি শহরের ক্রসরোড সেন্টার মলে ঢুকে হামলা চালায়। তার পরনে নিরাপত্তাকর্মীর পোশাক ছিলো। হাতে অন্তত একটি ছুরি ছিলো। সে একাই ছিলো। পরে ওই ব্যক্তি একজন পুলিশের সামনে পড়লে তিনি (পুলিশ) তাকে গুলি করেন। তবে ওই পুলিশ কর্মকর্তা সেদিন দায়িত্বে ছিলেন না।
বঙ্গবিভূষণ পাচ্ছেন লতা মুঙ্গেশকর
মাথাভাঙ্গা মনিটর: বাংলা গানে অবদানের জন্য কিংবদন্তী গায়িকা লতা মুঙ্গেশকরকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করছে পশ্চিমবঙ্গ সরকার। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

মমতা বন্দোপাধ্যায় বলেছেন, লতা মুঙ্গেশকর বাংলায় অনেক অসাধারণ গান গেয়েছেন। তার এই অবদানের প্রতি সম্মাননা জানাতে চলতি বছর তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাকে এই বিষয়ে বলেছি। তিনি রাজি হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্গা পূজার পর লতা মুঙ্গেশকরের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি তার কাছে পৌঁছে দেয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০১১ সাল থেকে বঙ্গবিভূষণ পুরস্কার দিয়ে আসছে তৃণমূল কংগ্রেস সরকার।
ভুতুড়ে পাইলটে : বেঙ্গালুরু ঘুরে দিল্লিতে বিমান!
মাথাভাঙ্গা মনিটর: উড্ডয়নের জন্য কোনো লাইসেন্স ছিলো না। তবু একাই জেট এয়ারওয়েজের বিমান চালিয়ে দিল্লি থেকে বেঙ্গালুরু গিয়ে আবার দিল্লিতে ফিরে এসেছিলেন।
পরে আবার দিল্লি থেকে উড়ে বেঙ্গালুরু গিয়ে পরীক্ষাও দিয়ে এসেছিলেন। আর কোনো বারই তার ফ্লাইট রেকর্ড রাখেননি। বিমানের ডেটা বক্স থেকে রেকর্ড মুছে দিয়েছিলেন। এই ভুতুড়ে পাইলট আদতে বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের একজন অন্যতম শীর্ষ কর্মকর্তা। তার নাম-পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে। বিমান সংস্থাটির এক উপচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, এই ঘটনাটিকে নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতি হিসেবে ধরা হচ্ছে। সব কিছু প্রমাণিত হলে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।