দামুড়হুদার মোক্তারপুরে ভিজিএফের চালের টোকন ভাগাভাগি নিয়ে যুবলীগ কর্মীর হাতে ইউপি সদস্য লাঞ্চিত

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা :- দামুড়হুদার মোক্তারপুরে ভিজিএফের চালের টোকন ভাহাভাগিকে কেন্দ্র করে স্হানীয় এক যুবলীগ কর্মীর হাতে লাঞ্চিত হয়েছেন ইউপি সদস্য অাশাদুল হক। প্রতি বছরের ন্যায় সরকার ঈদ কে সামনে রেখে দুস্হ্যদের মাঝে বিনা মুল্যে চাল দিয়ে থাকে। দামুড়হুদা সদর ইউনিয়নের ৮ নং ওর্য়াড়ের  ইউপি সদস্য অাশাদুল হকের সাথে চাল বিতরনের টোকন ভাগাভাগি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। যুবলীগ কর্মী তানজিলের সাথে। এক পর্যায়ে গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মোক্তারপুর মোল্লা বাজার নামক স্হানে  ইউপি সদস্য অাশাদুল হকের উপর যুবলীগ কর্মী তানজিল উত্তেজিত হয়ে  তাকে শারিরিকভাবে লাঞ্চিত করে। তিনি অভিযোগ করে বলেন যুবলীগ কর্মী তানজিলের তালিকা মতো চালের টোকন দিতে বলে। অামি তার তালিকা অনুযায়ী চালের টোকন না দিলে সে অামার উপর উত্তেজিত হয়ে অামাকে লাঞ্চিত করে। বিষয়টি  অামি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কে মৌখিক ভাবে জানিয়েছি।

 

Leave a comment