জীবননগর ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধনকালে ডিসি সায়মা ইউনুস : ইংরেজিতে দক্ষতা অর্জনে এ ক্লাব সহায়তা করবে

 

জীবননগর ব্যুরো: ইংরেজি পারদর্শী করতে জীবননগর ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের যাত্রা শুরু হয়েছে। উপজেলা ক্যাম্পাসে এ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। গতকাল বুধবার বিকেলে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, বর্তমান যুগে চলতে হলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। ইংরেজিতে দক্ষতা অর্জনে জীবননগর ইংলিশ ল্যাংগুয়েজ সহায়তা করবে তিনি তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। উপজেলা তথ্য ও প্রযুক্তি বিভাগের সহকোঅর্ডিনেটর মহিদুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু, ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আল হাসান মোহা. আব্দুস সালাম, উথলী কলেজের প্রভাষক মহিউদ্দিন ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান হাফিজ। উপজেলা নির্বাহী অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় জীবননগর ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করা হয়। ৬২ জন সদস্য নিয়ে গতকাল থেকে এ ক্লাব আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। এ ক্লাব কেবল মাত্র ইংরেজিতে দক্ষতা অর্জনে সহায়তা করবে। যে কেউ এ ক্লাবের সদস্য হতে পারবেন বলে ইউএনও নূরুল হাফিজ জানিয়েছেন।