মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে বাল্যবিয়ের অপরাধে বর ও শ্বশুরকে জেল-জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে এ জেল-জরিমানা করেন।
প্রাপ্তসূত্রে প্রকাশ, উপজেলার নেপা ইউপির কুল্লাহ গ্রামের আজিম উদ্দিনের মেয়ে মিরার (১৪) সাথে ১৫ আগস্ট যশোর জেলার চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে শরিফুল ইসলামের বাল্যবিয়ে হয়। গত ৪ সেপ্টেম্বর রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে মহেশপুর থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) কনের বাড়ি থেকে আজিম উদ্দিন ও মহিউদ্দিনকে আটক করে থানায় নেন। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর মহিউদ্দিনকে ৭ দিন ও শ্বশুর আজিম উদ্দিনকে ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।