চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খাবার খাইয়ে মিড ডে মিলের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদ আক্তার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য হাবলুর রহমান। প্রধান শিক্ষক রেজাউল কবীরের সার্বিক তত্ত্বাবধানে সহকারী শিক্ষকদের সহযোগিতার  সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের দুপুরে খেচুড়ি ভাত খেতে দেয়া হয়। হাজি নাজমুল হক ও বিদ্যালয়ের শিক্ষকদের আর্থিক সহযোগীতায় মিড ডে মিলের আয়োজন করা হয়।

Leave a comment